মহিউদ্দিনের কুলখানিতে পদদলন: ৫ সদস্যের তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে হতাহতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সোমবার রাতে এ তদন্ত কমিটি গঠন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।
কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীরকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মো. রমিজ আলম বিষয়টি সংবাদিকদের জানিয়েছেন।
এদিকে এ ঘটনায় রীমা কমিউনিটির সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে মহানগর ডিবি পুলিশ। তারাও দুর্ঘটনার কারণ তদন্ত করবে।
কুলখানিতে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় রীমা কমিউনিটি সেন্টারের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর ওই কমিউনিটি সেন্টারে কুলখানি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় ১০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মূল রাস্তা থেকে কমিউনিটি সেন্টারে প্রবেশের পথ অনেকটা ঢালু। যে কারণে দুপুরে ভিড় ও চাপ বাড়ায় যখন মূল গেট খুলে দেয়া হয়, তখন হুড়োহুড়ি করে প্রবেশ করতে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবস্থাপনা ও পুলিশি তদরকিতেও অভাব ছিল বলে অভিযোগ ওঠে।
পূর্ববর্তী নিবন্ধজেরুজালেম ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে যাওয়ার ঘোষণা তুরস্ক ও ফিলিস্তিন
পরবর্তী নিবন্ধট্রাম্প-সালমানের ব্যঙ্গচিত্রে ক্ষুব্ধ সৌদি আরব