ভিকারুননিসার অধ্যক্ষকে লিগ্যাল নোটিশ

পপুলার২৪নিউজ ডেস্ক:
কোচিংয়ের নামে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না দিলে রিট দায়েরের কথা বলা হয়েছে। নোটিশের অনুলিপি শিক্ষা সচিবকেও পাঠানো হয়েছে।

সোমবার ডাকযোগে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির উপ অর্থ কমিটির প্রধান ও সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ নোটিশটি পাঠান।

আইনজীবী ইউনুছ আলী গণমাধ্যমকে জানান, বিশেষ করে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার আগে কোচিং বাবদ ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের কাছ থেকে জন প্রতি ৪-৫ হাজার টাকা আদায় করা হয়।

১৯৭৯ সালের বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক চাকরি রেগুলেশন গভর্নিং বডির সিদ্ধান্ত বা অনুমতি ছাড়া কোনও শিক্ষক কোচিং বা অন্য কোনও নামে টাকা আদায় করতে পারবেন না। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকরা এ নিয়ম অমান্য করে চলছেন। যা আইনের লঙ্ঘন। তাই তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআর বার্সেলোনায় ফিরবেন না নেইমার !
পরবর্তী নিবন্ধকোহলির আসল পরীক্ষা এখনো বাকি আছে:সৌরভ গাঙ্গুলী