ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে আইনমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার সঙ্গে বৈঠকে বসেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার বেলা ৩টা থেকে প্রধান বিচারপতির খাস কামরায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সাম্প্রতিক সময়ে প্রধান বিচারপতির ছুটি, বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষা এবং উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র।

এর আগে গত ৫ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে আইনমন্ত্রী বলেছিলেন- আইন মন্ত্রণালয় হচ্ছে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সেতুবন্ধ।

এ সময় তিনি বিচার বিভাগকে সহযোগিতার কোনো কমতি থাকবে না বলে মন্তব্য করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজকের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকোরিয়ার আকাশে মার্কিন বোমারু বিমান
পরবর্তী নিবন্ধটেকনাফে বিজিবির অভিযানে সাড়ে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার