ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের সেরা অভিনেতা ও অভিনেত্রী হিসেবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭’ পাচ্ছেন অক্ষয় কুমার ও সুরভি লক্ষ্মী ।

‘নীরজা’ সেরা হিন্দির ছবির পুরস্কার পাচ্ছে। এতে অভিনয়ের জন্য এর নায়িকা সোনম কাপুরও বিশেষ পুরস্কার পাচ্ছেন।

শুক্রবার এ বছরের চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

‘‌রুস্তম’ ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন ৪৯ বছরের অক্ষয় কুমার।

মালয়ালম ছবি ‘মিন্নামিনুনগু’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন সুরভি লক্ষ্মী। ‘দঙ্গল’ ছবির জন্য সেরা সহঅভিনেত্রীর পুরস্কার পাচ্ছে শিশু শিল্পী জায়রা ওয়াসিম।

মারাঠি ছবি ‘’ভেন্টিলেটরের’ জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন রাকেশ মাপুসকার। এ ছবির প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া।

সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে ‘বিসর্জন’। এতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।

এছাড়া সেরা টুলু ছবি ‘মাদিপুর’, সেরা তামিল ‘জোকার’, সেরা গুজরাটি ‘রং সাইড সিধু’, সেরা তেলেগু ছবি ‘পেল্লি চুপুলু’, সেরা কন্নড় ছবি ‘‌রিজার্ভেশন’, সেরা মারাঠি ছবি ‘‌দশক্রিয়া’, সেরা মালয়লাম ছবি ‘মহেশিনথে প্রথিকরম’ এবং সেরা কঙ্কানি ছবি ‘কে ছেরা ছেরা’।

সেরা সামাজিক ছবির পুরস্কার পেয়েছে অমিতাভ বচ্চন অভিনীত ‘‌পিঙ্ক’। সেরা ছোটদের ছবি নাগেশ কুকুনুরের ‘ধনক’। সেরা জনপ্রিয় ছবি নির্বাচিত হয়েছে ‘সাথামানাম ভবাথি।

টালিউডের ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা সংগীত শিল্পী (নারী) পুরস্কার পাচ্ছেন ইমন চক্রবর্তী। এ গানটির জন্য সেরা গীতিকারের পুরস্কার পাচ্ছেন অনুপম রায়। সেরা সংগীত শিল্পীর পুরস্কার পাচ্ছেন সুন্দরা আইয়ার। কন্নড় ছবি আল্লামার জন্য সেরা সংগীত পরিচালক হয়েছে বাবু পদ্মনাভ।

সেরা শিশুশিল্পীর পুরস্কার পাচ্ছে আধিশ প্রবীণ (কুঞ্জু দাইভাম), সাজ (নুর ইসলাম) ও মনোহারা (রেলওয়ে চিল্ড্রেন)। মহেশিনথে প্রথিকরম ছবির জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পাচ্ছেন শ্যাম পুস্কারণ।

পূর্ববর্তী নিবন্ধ৩০৮ রান করেও হারল পাকিস্তান
পরবর্তী নিবন্ধসাকিব ভারতে, মোস্তাফিজও যাচ্ছেন