ভারতের গোয়ায় গরুর মাংস নিষিদ্ধ নয়

পপুলার২৪নিউজ ডেস্ক :

ভারতের গোয়ায় গরুর মাংস নিষিদ্ধ নয় বলে জানিয়েছেন দেশটির পর্যটনমন্ত্রী মনোহর আজগাওকার। তিনি বলেন, গোয়াতে অনেক অনেক বছর ধরে হিন্দু, মুসলিম, ক্যাথলিক খ্রিস্টান একসঙ্গে বসবাস করছে। গোয়ার পরিবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। সকলের কথা মাথায় রেখে, বিশেষ করে পর্যটকদের জন্য গোয়াতে গোমাংস নিষিদ্ধ নয়। পর্যটনমন্ত্রীর এই ঘোষণার ফলে সেখানকার পর্যটকরা নিজেদের পছন্দ অনুযায়ী খাবার খেতে পারবেন।

জানা যায়, কৃষিকাজে গরু ব্যবহার করা হয় বলে দেশটির সরকারের নতুন নীতি অনুযায়ী গরু কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু গোয়ার পর্যটন শিল্পে কোনোভাবেই যেনো তার প্রভাব না পড়ে, তা বিবেচনা করতে গোয়ার মন্ত্রী এ ধরনের নিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে কলকাতায় এক অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী বলেন, পর্যটন শিল্প কোনোভাবে ব্যাহত হোক, সেটা একেবারেই কাম্য নয়। এ সিদ্ধান্তের পর পর্যটকদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে গোয়া সরকারের।

পূর্ববর্তী নিবন্ধপঞ্চগড়ে অটো রাইস মিল থেকে ৭৩১ বস্তা সরকারি চাল উদ্ধার
পরবর্তী নিবন্ধসচিব পদে ৯ কর্মকর্তার পদোন্নতি