ভাইরাল বাকের ভাই,বদি -মজনুর ছবি

পপুলার২৪নিউজ ডেস্ক:
কালজয়ী নাটক ‘কোথাও কেউ নেই’-এর কথা আজও ভুলেনি দর্শক । নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রচনা ও বরকত উল্লাহর প্রযোজনায় নাটকটি প্রচার হয় ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে। সেই থেকে এখন পর্যন্ত নাটকের প্রতিটি চরিত্র দর্শক হৃদয়ে দাগ কেটে আছে। বিশেষ করে মানুষের মুখে মুখে এখনও ঘুরে ফেরে বাকের ভাই, বদি ও মজনুর নাম।
এবারের ঈদে বিটিভিতে ‘কোথাও কেউ নেই’ নাটক স্মরণে বিশেষ আলাপন ‘এখানে সবাই আছে’ শিরোনামে একটি আড্ডাবিষয়ক অনুষ্ঠান প্রচার হয়। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় এর উপস্থাপনায় ছিলেন আফজাল হোসেন। অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিতে বিটিভিতে এক হয়েছিলেন ‘কোথাও কেউ নেই’ নাটকের বেশ ক’জন অভিনয় শিল্পী। শুটিংয়ে এক ফাঁকে ক্যামেরাবন্দি হন বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর (বাকের ভাই), আবদুল কাদের (বদি) ও লুৎফর রহমান জর্জ (মজনু)। এই সময়ের ছবির সঙ্গে জুড়ে দেওয়া ‘কোথাও কেউ নেই’ নাটকের একটি ছবি এখন ফেসবুক দুনিয়ায় ভাইরাল ।
এদিকে, ‘কোথাও কেউ নেই’ নাটকের আবহে ‘এখানে সবাই আছে’ অনুষ্ঠানটির সেটও নির্মাণ করা হয়। অনুষ্ঠানের উপস্থিত শিল্পীরা তুলে ধরেন সেই সময়কার অভিজ্ঞতার কথা। হারুন রশীদের ভাবনা ও পরিকল্পনায় এতে আরও উপস্থিত ছিলেন মাসুদ আলী খান, সুবর্ণা মুস্তাফা, লাকী ইনাম, খায়রুল আলম সবুজ, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।
ধারাবাহিকটির কেন্দ্রীয় চরিত্র ছিল ‘বাকের ভাই’। বাকের ভাই গুণ্ডা প্রকৃতির লোক এবং তার সঙ্গী ছিল ‘বদি’ আর ‘মজনু’, তারা তিনজনই মোটর সাইকেলে করে চলাফেরা করতো। অধিকাংশ সময় মোটর সাইকেল চালাতো মজনু, বদি বসতো পিছনে, বাকের ভাই বসতো মাঝে।
বাকের ভাইয়ের একটা মুদ্রাদোষ ছিল, সে একটা চেইন হাতের তর্জনিতে অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচাতো, আবার উল্টো দিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচ খুলে আবার প্যাঁচাতো। সক্রিয় ডায়লগ না থাকলে প্রায়ই তাকে এরকম করতে দেখা যেত।
বাকের ভাইকে পছন্দ করতো ‘মুনা’। মুনা এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে চাকরি করে এবং তার মামাতো ভাই-বোনদের দেখাশোনা করে। বাকের ভাই এলাকার মাস্তান হলেও অধিকাংশ মানুষ তাকে ভালোবাসতো, কারণ সে ছিল সত্যের পূজারী— নিপীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে যেমন কুণ্ঠিত হতো না, তেমনি সমাজের অন্যায়কেও মুখ বুজে মেনে নিত না, নিজের গুণ্ডাদের দিয়ে তা কঠোর হস্তে দমন করতো।
ঘটনাপ্রবাহে বাকের ভাই রেবেকা হক নামের এলাকার প্রভাবশালী এক নারীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ঐ নারী তার বাড়িতে অবৈধ কার্যকলাপে লিপ্ত ছিলেন, বাকের ভাই তা জানতে পেরে প্রতিবাদ করে। এই প্রভাবশালী নারী তার বাড়িতে কুকুর পালন করতেন বলে বাকের ভাই তাকে কুত্তাওয়ালী বলে ডাকেন। এরই মধ্যে রাতের অন্ধকারে ‘কুত্তাওয়ালীর’ দারোয়ান তার বাড়িতে খুন হয়। ফাঁসানোর জন্য এই খুনের দায় দেয়া হয় বাকের ভাইকে, সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয় কুত্তাওয়ালী’র সাজানো সাক্ষী এলাকার নব্য ছিনতাইকারী মতি। যদিও পদে পদে মতির মিথ্যা সাক্ষ্য বাকের ভাইয়ের উকিল ধরিয়ে দিচ্ছিলেন আদালতের কাছে, কিন্তু এদিকে বাকের ভাইকে ফাঁসানোর জন্য কুত্তাওয়ালী লোভ দেখিয়ে বাকের ভাইয়েরই সাগরেদ বদিকে হাত করে নেয়। বদি, নিরুপায় হয়ে আদালতে শপথ করে মিথ্যা সাক্ষ্য দিয়ে বাকের ভাইকে পাকাপোক্তভাবে ফাঁসিয়ে দেয়। আদালত, ঐ খুনের দায়ে নির্দোষ বাকের ভাইকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেন। বাকের ভাইয়ের পক্ষে উকিল হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েও ব্যর্থ হোন উকিল।
আদালতের এই সিদ্ধান্তে যেন মরে যায় মুনার মন। এদিকে মুনার ঘরের সবাইও বিভিন্ন জায়গায় পাড়ি জমান। এই একাকিত্বের দিনে এক ভোরে, আদো-অন্ধকারে, চারদিকে যখন ফযরের আযান হচ্ছিল, জেল গেট দিয়ে বাকের ভাইয়ের লাশ বের করে দেয়া হয়। কেউ ছিল না সেই লাশ গ্রহণ করার জন্য মুনা ছাড়া। সৎকার করার পর, মুনা বড় একা হয়ে যায়। তার যেন আর কেউ রইলো না কোথাও। নাটকের নামকে সার্থক করে মুনা ধারাবাহিকের শেষ দৃশ্যে ভোরের আলো-অন্ধকারে ছায়া হয়ে একা প্রান্তরে দাঁড়িয়ে থাকে।

 

 

পূর্ববর্তী নিবন্ধচলচ্চিত্রের নায়ক যখন তারিক আনাম!
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার সেই ‘স্কুটি সঙ্গী’ ছাত্রদলের সম্পাদক হতে চান