ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

5ব্লক মার্কেটে বুধবার মোট ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ১৯ লাখ ৬৯ হাজার ৫৫টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৬৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার গ্রামীণফোন ও ইউনিক হোটেল ৫ লাখ শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। এর মধ্যে গ্রামীণফোন ১৪ কোটি ৫১ লাখ টাকার ও ইউনিক হোটেল ২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সিটি ব্যাংক ২ লাখ ৬১ হাজার ১৯১টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭১ লাখ টাকা।

ডিবিএইচ ২ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ২০ লাখ টাকা।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, সিভিও পেট্রো, জেনারেশন নেক্সট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরএসআরএম স্টিল ও জাহিন স্পিনিং।

পূর্ববর্তী নিবন্ধ২০১৭ সালে প্রাইমারি স্কুলে ছুটি ৭৫ দিন
পরবর্তী নিবন্ধফেসবুক মানুষকে নেতিবাচক অনুভূতি দিচ্ছে