বেনাপোলে ভারতীয় রুপি ও মার্কিন ডলারসহ পাসপোর্টযাত্রী আটক

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ৫ লাখ ৮১ হাজার  ভারতীয় রূপি ও ২২১ মার্কিন ডলারসহ ইযাকুব আলী মিনা (৪০) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। শনিবার সকালে কাস্টমস কর্মকর্তারা ভারতীয় রূপি ও মার্কিন ডলারসহ তাকে আটক করে।

আটককৃত ইযাকুব আলী গোপালগঞ্জ জেলার মুকছেদপুর উপজেলার নওখান্দা গ্রামের রজব আলী মিনার ছেলে। তার পাসপোর্ট নম্বর বিপি ০৬৫৭১১।

এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মারুফুর রহমান জানান, ভারত থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি পাচার হয়ে বাংলাদেশে আসছে- এ ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে জড়ানো অবস্থায় ৫ লাখ ৮১ হাজার রূপি ও ২২১ ডলার জব্দ করে। পরে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনড়াইলে শিক্ষককে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধচারদিনের সফরে রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি