বিপিএল: কোয়ালিফায়ার এবং এলিমিনেটর রাউন্ডে মুখোমুখি হচ্ছে যারা

পপুলার২৪নিউজ ডেস্ক:

কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম সিলেট সিক্সার্সের ম্যাচ দিয়ে আজ বুধবার শেষ হতে যাচ্ছে বিপিএলের চলতি পঞ্চম আসরের প্রথম পর্ব। এরপর শুরু হয়ে যাবে নক-আউট রাউন্ড।

সেখানে সেরা চারটি দল একে অপরের মোকাবেলা করবে। রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস ম্যাচের পরই নির্ধারিত হয়ে গেছে কোয়ালিফায়ার এবং এলিমিনেটর রাউন্ডে কারা মুখোমুখি হতে যাচ্ছে।১১ ম্যাচে ৮ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাদের পয়েন্ট ১৬। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। ১২ ম্যাচে সাকিবদের জয় ৭টিতে। আগামী ৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় এই শীর্ষ দুই দল সরাসরি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে।

পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে ১২ ম্যাচে ৭ জয় পাওয়া খুলনা টাইটানস। মাহমুদ উল্লাহ রিয়াদের দলের সংগ্রহ ঢাকার সমান ১৫ পয়েন্ট।

তবে তারা পিছিয়ে আছে নেট রানরেটের হিসেবে। সমান ম্যাচে ৬টি জয় নিয়ে চতুর্থ স্থানে আছে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্স। নিয়মানুযায়ী এই দুটি দল আগামী ৮ ডিসেম্বর এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে।এলিমিনেটর ম্যাচের জয়ী দল আগামী ১০ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দল। এই ম্যাচে যে দল জিতবে তারা প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী দলের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে। আগামী ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে পর্দা নামবে বিপিএলের পঞ্চম আসরের।

পূর্ববর্তী নিবন্ধপ্রযুক্তির বিকাশে নতুন বিপ্লবের সুযোগ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধ‘আপনি বঙ্গবন্ধুর কন্যা, নাতনির নাম সোফিয়া’