বিএনপি নেতা খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সাতটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। অপর সাতটি মামলায় আদালত থেকে জামিন পান বিএনপির এই নেতা।

খায়রুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, খায়রুল কবির খোকন ১৪টি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত সাতটি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছেন। বাকি সাতটি মামলায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৫ সালে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল, পল্টন, ওয়ারিসহ কয়েকটি থানায় মামলাগুলো করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবরিশালে দুই স্কুলে পাস করেনি কেউ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিলাসবহুল দুই মার্সিডিজ ফেলে মালিক লাপাত্তা