চট্টগ্রামে বিলাসবহুল দুই মার্সিডিজ ফেলে মালিক লাপাত্তা

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
চট্টগ্রামে দু’টি বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

বুধবার সন্ধ্যায় নগরীর মুরাদপুর এলাকার ‘কার কোল্ড অ্যান্ড সার্ভিস সেন্টার’ নামের একটি গ্যারেজে অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্ধ করা হয়।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পরিচালক তারেক মাহমুদ।

সূত্র জানিয়েছে, শুল্ক ফাঁকির দায় এড়াতেই বিলাবহুল গাড়ি দুটি মালিকরা গ্যারেজে ফেলে রেখে যায়।

গ্যারেজের মালিক মোঃ জামশেদের বরাত দিয়ে শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, কয়েকদিন আগে বিশ্বজিৎ এবং যুবরাজ নামে দুই ব্যক্তি সার্ভিসিং করার নাম করে ওই গ্যারেজে গাড়ি দুটো রেখে যায়।

গোয়েন্দা সূত্র জানিয়েছে, গাড়ি দুটোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

সূত্র আরো জানায়, কারনেটের আওতায় এই গাড়ি দুটি আনা হয়। শুল্কমুক্ত সুবিধায় পর্যটকদের গাড়ি নিয়ে আসার সুবিধাকে কারনেট বলা হয়। তবে ওই সুবিধা ২০১২ সালেই বিলুপ্ত করে দেয় জাতীয় রাজস্ব বোর্ড।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, কাস্টম হাউস চট্টগ্রামের মাধ্যমে গাড়ি দুটো ব্রিটেন প্রবাসী দু’জনের নামে ফেরত নিয়ে যাওয়ার শর্তে শুল্কমুক্তভাবে আমদানি করা হয়েছিল। পরে তারা আর গাড়ি দুটো ফেরত নেননি।

জব্দ করা মার্সিডিজ জিপের রেজিস্ট্রেশন নং চট্ট মেট্রো -ঘ-১৪-১৭৫৩ আর
অন্য মার্সিডিজ গাড়িটির রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো-ভ-১৪-০২২১।

তবে শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গাড়ি দুটির রেজিস্ট্রেশন নম্বর ভূয়া। বিষয়টি তারা বিআরটিএ কর্তৃপক্ষে কাছ থেকে অনুসন্ধানে জেনেছেন।

প্রসঙ্গত, এর আগে ঢাকা ও সিলেটে এ ধরনের বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে বিমান দেখতে গিয়ে শিশুর মৃত্যু