বিএনপির দুর্নীতির দুর্গন্ধ ফের ছড়িয়ে পড়েছে: কাদের

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপির দুর্নীতির দুর্গন্ধ ফের ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সৌদি আরবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের দুর্নীতির খবর বেরিয়ে এসেছে, আর সেটা নিয়ে তাদের গায়ে জ্বালা শুরু হয়ে গেছে। তারা এ দায় এড়াবে কীভাবে। দুদক অবশ্যই অভিযোগের ভিত্তিতে এসব দুর্নীতির বিষয়ে অবশ্যই তদন্ত করবে।

তিনি বলেন, বিএনপির দুর্নীতির খবর দেশের রাজনৈতিক অঙ্গনে এসেছে তাই অবশ্যই দুর্নীতি দমন কমিশনকে খোঁজ-খবর নিতে হবে, এটা আমাদের দায়িত্ব। যখন দেশের প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যে কথা বের হয় তা না জেনে, না শুনে তিনি (প্রধানমন্ত্রী) অন্ধকারে ঢিল ছুঁড়েন না। বিএনপির অতীতের দুর্নীতি দেশ ও আন্তর্জাতিক (আমেরিকা ও কানাডা) আদালতে প্রমাণিত হয়েছে।

এ সত্য গোপন রেখে কি লাভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর? এখন অবস্থা হলো ‘ফাঁন্দে পড়িয়া, বগা কান্দেরে’। দুর্নীতির দুর্গন্ধ আবারও ছড়িয়ে পড়েছে। সত্য কখনও চাপা থাকে না।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ময়লা নিয়ে যতই ঘাটাঘাটি করবেন ততই গন্ধ ছড়াবে। বিএনপির মুখে গণতন্ত্র মানায় না জানিয়ে কাদের বলেন, ‘গণতন্ত্রের কথা বলে মায়া কান্না করছেন, গেল রে গেল গণতন্ত্র গেল। আপনাদের মুখে গণতন্ত্র শোভা পায় না।

বিজয় দিবস বাঙালির দুয়ারে করাঘাত করছে। বিজয়ের মাসে ভাবগাম্ভীর্য, সম্মান, মর্যাদার সঙ্গে পালন করার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের আহ্বান জানায়।

তিনি বলেন, যে বিজয় অমাদের চেতনা ও গৌরবের, যে বিজয় স্বাধীনতার পুষ্পিত আদর্শের। সেই মাসে বিলবোর্ডে ছবি প্রদর্শনী বিজয়ের চেতনা ও আদর্শ নয়। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে রঙ বেরঙের ছবি দিয়ে বিজয় দিবস উদযাপন করা যায় না। বিজয়কে চেতনায় ধারণ করতে হয়।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পংকজ নাথের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক হারুন হাবীব, নাট্য ব্যক্তিত্ব শমী কায়সার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিমানে সিক্রেট সুপারস্টারের শ্লীলতাহানি, ক্ষুব্ধ বলিমহল
পরবর্তী নিবন্ধসাংবাদিক মাঈনুল রাসেল’র মায়ের মৃত্যুতে ফেনী প্রেসক্লাবে’র শোক