বাংলায় রায় প্রদানে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে: প্রধান বিচারপতি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
আদালতের রায় বাংলা ভাষায় না লেখায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি যত দ্রুত সম্ভব বাংলায় রায় প্রদানে কার্যকরী পদক্ষেপ নেয়ার কথা বলেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

মঙ্গলবার সকালে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘সরকারি অধিদফতরগুলোয় বাংলা চালু হলেও আদালতে সেটা বাস্তবায়ন করা পুরোপুরি সম্ভব হয়নি। এজন্য আমরা খুবই দুঃখিত।’

তিনি বলেন, বর্তমানে হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারক সুন্দরভাবে বাংলায় রায় লিখছেন। এটা অন্যদের জন্য অনুসরণীয় হতে পারে। আপিল বিভাগেও আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করছি।

প্রযুক্তির ব্যবহারে বাংলায় রায় লেখা সহজ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি কোনও উন্নত ডিভাইস আসে যার মাধ্যমে আদালতে ঘোষণা করা রায় বাংলায় রূপান্তর হয়ে যাবে, তাহলে অনায়াসে বাংলা ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।’

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে সাংবাদিক মাসুদ মিয়ার ওপর সন্ত্রাসীদের হামলা
পরবর্তী নিবন্ধপ্রতারণা মামলায় ফেঁসে যাচ্ছেন নেইমার