বাংলাদেশ-শ্রীলংকা টি২০ সিরিজের পূর্ণাঙ্গ সূচি

পপুলার২৪নিউজ ডেস্ক:
শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজে দুর্দান্ত পারফর্ম করছে টাইগাররা। প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লংকানদের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচটি ছিল বাংলাদেশের শততম টেস্ট।

ম্যাচটি জিতে স্মরণীয় করে রেখেছে মুশফিক বাহিনী। সেই সঙ্গে টেস্ট সিরিজও ড্র হয়।

ওয়ানডে সিরিজও ১-১ এ ড্র হয়েছে। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ শ্রীলংকার বিপক্ষে ৯০ রানের বড় ব্যবধানে জয় পায়। লংকানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৭০ রানে হারিয়ে সিরিজ ড্র করে শ্রীলংকা।

আগামী ৪ এপ্রিল কলম্বোতে প্রথম টি২০ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে মাশরাফি বাহিনী। ৬ এপ্রিল একই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টি২০। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

৬ এপ্রিল শেষ টি২০ ম্যাচ দিয়ে প্রায় একমাসব্যাপী শ্রীলংকা সফরের সমাপ্তি হবে।

পূর্ববর্তী নিবন্ধকিশোরী ধর্ষণের ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচার!
পরবর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা ১৭ এপ্রিল শুরু