বাংলাদেশ-নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি

পপুলার২৪নিউজ ডেস্ক:
শ্রীলংকার বিপক্ষে দারুণ এক সফর শেষ করে দেশে অবস্থান করছেন টাইগাররা। আগামী ১২ এপ্রিল শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এই লিগ নিয়ে এখন ব্যস্ত রয়েছেন ক্রিকেটাররা।

সাকিব আল হাসান এরই মধ্যে আইপিএল খেলতে ভারতে গেছেন। আগামী ১১ এপ্রিল মোস্তাফিজুর রহমানেরও আইপিএল খেলতে যাওয়ার কথা।

আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ওই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে মে মাসে আয়াল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে স্বাগতিক আয়ারল্যান্ডের পাশাপাশি অংশ নেবে নিউজিল্যান্ড।

ত্রিদেশীয় সিরিজের সূচি ঠিক করে ফেলেছে ক্রিকেট আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে আগামী ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।

১৪ মে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯ মে আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ। ২১ মে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর ২৪ মে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সবগুলো ম্যাচ ডাবলিনে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধভারতের ভূ-খন্ড রক্ষার জন্য প্রতিরক্ষা চুক্তি:গয়েশ্বর
পরবর্তী নিবন্ধএল ক্লাসিকোতেও নিষিদ্ধ হতে পারেন নেইমার