বর্ষসেরা হতে নেইমারকে সর্বোচ্চ সহায়তা করবে পিএসজি

আবারও নেইমারকে ঘিরে শুরু হলো ‘বর্ষসেরা’ বিষয়ক আলোচনা। বাজারে প্রচলিত আছে যে, বর্ষসেরার পুরস্কার জিততেই নাকি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন ব্রাজিল সুপারস্টার।

তারপর অবশ্য এক বিবৃতিতে নেইমার বলেছিলেন, আপাতত বর্ষসেরা হওয়া নিয়ে টেনশন নেই তার। তারপর কিছুদিন এই আলোচনা স্তিমিত থাকলেও আবারও তা জাগিয়ে দিলেন পিএসজি কোচ।সাংবাদিকদের সামনে পিএসজি কোচ উনাই এমেরি বলেছেন, ‘নেইমার অনেক গুণী একজন খেলোয়াড়। সে ব্যালন ডি’অর পাওয়ার যোগ্যতম।  আমরা তার সর্বোচ্চ ভালোটা চাই।  এই ট্রফি জিততে তাকে আমরা সর্বোচ্চ সহায়তা করতে চাই। ‘

গত অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। লিগ ওয়ানের ক্লাবটিতে শুরু থেকেই নেইমার আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত লিগে ছয় ম্যাচে করেছেন ৬ গোল।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দুই ম্যাচে করেছেন ২ গোল। তাই এমেরি বলেছেন, ‘বিশ্বে অনেক ভালো ফুটবলার আছে; কিন্তু তাকে (নেইমার) এই সম্মান দিতে আমরা সর্বোচ্চটুকুই করব। ‘

পূর্ববর্তী নিবন্ধ‘মেসির ট্যাটু কোথায় আঁকব?’
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা শরণার্থী ক্যাম্পেও ‘মেসি’!