বন্যায় ২৭ জেলায় ৯৩ জন মারা গেছে : ত্রাণ মন্ত্রণালয়

দেশের উত্তরাঞ্চলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত শিশুসহ ৯৩ জন মারা গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

শনিবার ১৯ আগস্ট আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।

তিনি জানান, বন্যার কারণে এ পর্যন্ত ২৭টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭ লাখ ১৯ হাজার মানুষ।

পূর্ববর্তী নিবন্ধযে গর্তে থাকুক, বঙ্গবন্ধুর খুনিদের ধরবই : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাগদান সারলেন পূজা ব্যানার্জী