বন্যাপ্রবণ ১৯জেলায় ঘরবাড়ি উঁচু করা হবে : ত্রাণমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, ‘বন্যাপ্রবণ ১৯জেলায় ৬০ হাজার ঘরবাড়ি উঁচু করা হবে।’

তিনি বলেন, ‘যেসব দুস্থ ও অসহায় পরিবারে কর্মক্ষম ব্যক্তি নেই অথবা পরিবার প্রধান প্রতিবন্ধী বা মহিলা এবং যাদের ঘরবাড়ি উঁচু করার সামর্থ্য নেই প্রাথমিকভাবে তাদের ঘরবাড়ি উঁচু করে দেয়া হবে।’

মন্ত্রী শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ বছরে দিবসটির প্রতিপাদ্য ‘দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীকে সারাক্ষণ প্রস্তুত থাকার জন্যও মন্ত্রী আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধআইসিসিতে ভারতের অভিযোগ কয়েকঘন্টা পরেই তুলে নিল
পরবর্তী নিবন্ধসৌম্যর ঝড়ো ব্যাটে চতুর্থ দিন শেষে টাইগারদের সংগ্রহ ৬৭