‘বঙ্গবন্ধু আজীবন শান্তি, সাম্য স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন’

পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু শান্তি, সাম্য স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। জাতির পিতা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে ঘোষণা করে বিশ্ব রাজনীতিতে একটি নতুন দর্শন প্রতিষ্ঠা করেছেন।

আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও ক্যুরি শান্তিপদক প্রাপ্তির ৪৪তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আজ দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

বিশ্বের মুক্তিকামী, নিপীড়িত, মেহনতি মানুষের অবিসংবাদিত এ নেতা জনগণের জন্য জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর অতুলনীয় সাংগঠনিক ক্ষমতা, রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা, মানবিক মূল্যবোধ, ঐন্দ্রজালিক ব্যক্তিত্বই বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে ঐক্যবদ্ধ করেছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান-ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমাতাল শিক্ষক থেকে স্কুল রক্ষার আবেদন