বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীর মূল সঙ্গীতের জন্য গানের কথা আহ্বান

রাজু আনোয়ার: জাতীয়ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং এর কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
বছরব্যাপী কর্মসূচি পরিচালনার জন্য একটি মূল সঙ্গীত (থিম সং) নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী গীতিকার ও লেখকদের কাছ থেকে আগামী ১৫ জুন-এর মধ্যে মূল সঙ্গীত (থিম সং) নির্বাচনের জন্য অনধিক ১৬ লাইনের মধ্যে গানের কথা আহ্বান করেছে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন উপ-কমিটি’।
সেরা গীতিকারদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন উপ-কমিটির সদস্য সচিব লিয়াকত আলী লাকী। উক্ত লিরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী আয়োজন উপ-কমিটির সদস্য সচিব বরাবর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট (৫ম তলা), ১/ক সেগুনবাগিচা, রমনা, ঢাকা-1000 ঠিকানা অথবা dg@shilpakala.gov.bd ই-মেইলে প্রেরণ করা যাবে বলে জানা গেছে।

 

পূর্ববর্তী নিবন্ধআদিবাসী চাকমা সম্প্রদায়ের বৈচিত্রময় নৃত্যাচার
পরবর্তী নিবন্ধরাজনীতির মাঠে বাজিমাতের পর এবার বিয়ে করতে চান নুসরাত