বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রের শুটিং নভেম্বরে

রাজু আনোয়ার: চলতি বছরের নভেম্বরে শুরু হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে নির্মিতব্য বহুল প্রত্যাশিত চলচ্চিত্রের শুটিং। ‘মুজিব বর্ষ ২০২০-২১’ শেষ হওয়ার আগেই এই চলচ্চিত্রের মুক্তির ব্যাপারে গত মঙ্গলবার বাংলাদেশ-ভারত কর্মকর্তা পর্যায়ের এক সভায় এই মতৈক্য হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও সংগ্রামের ওপর ভিত্তি করে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হতে যাওয়া ১৮০ মিনিটের এই চলচ্চিত্রটির পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়েছে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালকে। আর পাণ্ডুলিপি লেখক নির্বাচিত হয়েছেন অতুল তিওয়ারী । এমন ঘোষণা উভয় দেশের প্রধানমন্ত্রীদ্বয় আগেই দিয়েছেন।
বৈঠকে ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল জানান, চলচ্চিত্রের পাণ্ডুলিপি লেখক অতুল তিওয়ারী এই প্রকল্পের পটভূমি গবেষণার কাজে আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। সেখানে তাকে সহায়তা করবেন বাংলাদেশী চলচ্চিত্র ব্যক্তিত্ব পিপলু খান। উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে বেনেগাল শ্যাম বৈঠকে অংশ নেন।
শ্যাম বেনেগাল আরো বলেন, ‘এই চলচ্চিত্রের জন্য বেশিভাগ অভিনেতা-অভিনেত্রী নেয়া হবে বাংলাদেশ থেকে এবং শিগগিরই আমরা অভিনেতা-অভিনেত্রী খোঁজার কাজটি শুরু করবো। অবশ্য বঙ্গবন্ধুর মতো মহান নেতার চরিত্রে যিনি অভিনয় করবেন তাকে পছন্দ করা হবে একটি কঠিন কাজ।’
তিনি জানান, পাণ্ডুলিপির আনুষঙ্গিক বিষয় ও পাত্র-পাত্রী নির্বাচনের মতো কাজ হয়ে গেলে শুটিংয়ের জন্য সর্বোচ্চ ৮০ দিন লাগবে। শুটিং পরবর্তী কাজ হবে মুম্বাইয়ে। ইংরেজি সাব-টাইটেলসহ চলচ্চিত্রটি নির্মিত হবে বাংলা ভাষায় এবং পরে অন্যান্য ভাষায় এটি তৈরি করা হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর নেতৃত্বে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও তথ্য সচিব আব্দুল মালেক এবং ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার সচিব অমিত খারে।

 

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের সর্ববৃহৎ চারুকলা প্রদর্শনী ‘ভেনিস বিয়েনাল’ -এ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধছোটদের নিয়ে রবীন্দ্রনাথের গল্প – কবিতা ও নাটক