ফ্লাইওভার দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : সাঈদ খোকন

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, মালিবাগের ফ্লাইওভার দুর্ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  সোমবার দুপুরে মালিবাগ রেলগেট এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে ডিএসসিসি মেয়র সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, উড়ালসেতুর গার্ডার পড়ে হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

সাঈদ খোকন বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মৌচাক-মালিবাগ ফ্লাইওভার প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে অবিলম্বে এ ব্যাপারে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে মেয়র ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের প্রতি ক্ষতিপূরণ প্রদান ও আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দেন।

উল্লেখ্য, গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে স্বপন নামে এক পথচারী নিহত হন।

পূর্ববর্তী নিবন্ধঅশ্লীল ভিডিও রেখে ম্যাজিস্ট্রেটের ‘ফাঁদে’ দোকানী
পরবর্তী নিবন্ধমায়ের ওপর অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা