অশ্লীল ভিডিও রেখে ম্যাজিস্ট্রেটের ‘ফাঁদে’ দোকানী

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে গান ডাউনলোড দিতে গিয়ে দোকানে মিলেছে অশ্লীল ভিডিও। তাও আবার পড়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে।

শেষ পর্যন্ত গান লোড দেয়ার আগেই হাতে হাতকড়া পড়েছে রাসেল শেখ (২৮) নামে এক দোকানীর।

সোমবার বেলা ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন মোরেলগঞ্জ সদর বাজারের কয়েকটি মোবাইল ফোন ও কম্পিউটারের দোকানে অভিযান চালান।

এসময় বারইখালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাসেলের কম্পিউটারের দোকানে গিয়ে জানতে চান, মোবাইলে গান ডাউনলোড দেয়া যাবে কি না। রাসেল রাজি হওয়া মাত্র ম্যাজিস্ট্রেট কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে সার্চ দিলে বেরিয়ে আসে বেশ কিছু অশ্লীল ভিডিও ক্লিপ।

এর পরেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও তার কম্পিউটারটি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসময় অভিযান থেকে বাঁচতে বাজারের সব ওষুধের দোকানগুলো বন্ধ করে পথচারীদের সঙ্গে মিশে যান ওষুধ ব্যবসায়ীরা।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে দলে রিয়াদের না থাকার কোনো কারণ নেই: পাপন
পরবর্তী নিবন্ধফ্লাইওভার দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : সাঈদ খোকন