ফের পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার চার্জশিট দাখিলের জন্য ফের নতুন তারিখ দিয়েছেন আদালত।

মঙ্গলবার প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তা দাখিল করতে পারেনি।

এ প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. খুরশীদ আলম প্রতিবেদন দাখিলে ২৩ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।

এসময় মামলায় মোট ৮ আসামি আদালতে হাজির ছিলেন।

এদিকে সর্বাধিক গুরুত্ব দেয়ার পরও দীর্ঘদিনে চাঞ্চল্যকর এ হত্যা মামলার কোনো ক্লু উদ্ঘাটন করতে পারেনি তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সরোয়ার ওরফে সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনী দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হন।

এ ঘটনায় রুনীর ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। হত্যার চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর ন্যস্ত করা হয়।

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল এ হত্যা মামলার তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

বর্তমানে র‌্যাব সদর দফতরের উপ-পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মহিউদ্দিন আহমেদ মামলাটির তদন্ত করছেন। র‌্যাব এ পর্যন্ত আটজনকে গ্রেফতার করে।

পূর্ববর্তী নিবন্ধপরিবারে সবচেয়ে বেশি শিক্ষিত রণবীর!
পরবর্তী নিবন্ধনকিয়া ৫ : আবারো কম দামে দারুণ স্পেসিফিকেশন