নকিয়া ৫ : আবারো কম দামে দারুণ স্পেসিফিকেশন

 পপুলার২৪নিউজ ডেস্ক:

দীর্ঘ সময় পর একসময়ের মোবাইল দুনিয়ার রাজা নকিয়ার ফিরে আসা প্রযুক্তি দুনিয়ার বড় একটি ঘটনা। বিশেষ করে সেই বিখ্যাত নকিয়া ৩৩১০-কে নিয়েই যে উত্তেজনা, তার সঙ্গে যোগ হয়েছে নকিয়া ৩ অ্যান্ড্রয়েড।

নকিয়া ৩ এর দাম অনেক কম। কিন্তু স্পেসিফিকেশন একেবারে নজরকাড়া। তার মানে এই নয় যে ফোনটি তেমন ভালো নয়। আসলে অনেক দিন পর বাজারে ফিরেই মানুষের কাছে পৌঁছতে চাইছে নকিয়া।

এবার আলোচনার বিষয়ে হয়ে উঠেছে নকিয়া ৫। এর ৫.২ ইঞ্চি পর্দাটি হাই ডেফিনেশন। স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট দেওয়া হয়েছে। র‍্যাম থাকছে ২ জিবি। অভ্যন্তরীণ স্টোরেজ ১৬ জিবি। পেছনে থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে ৮ মেগাপিক্সেল। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছেন এতে। ব্যাটারি ৩০০০এমএএইচ।

নকিয়া ৫ এর দাম পড়বে ২০০ ডলারের মতো। এইচডি ডিসপ্লে মিলছে এই দামে। ক্রয়ক্ষমতার ভেতরই রাখা হয়েছে দাম। এ ছাড়া পুরো ধাতব দেহ আর অক্টা-কোর প্রসেসরের বিষয়টি তো ফেলে দেওয়া যায় না।

কবে আসবে বলা যায় না।  তাই অপেক্ষার দিন গোনা শুরু হয়েছে। নকিয়া ৩ আসতে না আসতেই পরেরটায় অপেক্ষা করছেন অনেকে।
সূত্র : গেজেট

পূর্ববর্তী নিবন্ধফের পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল
পরবর্তী নিবন্ধ‘এটা কেবল ২৭ রানের একটা ইনিংস নয়; তার চেয়েও বড় কিছু’