ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সফরমারে ভয়াবহ আগুন

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জের পালবাড়ীতে ২৩০ কেভি সাব-স্টেশনের ৩শ এমবিপিএ ট্রান্সফরমারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সোমবার সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টার পর দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্রিড সেকশনের কর্মকর্তারা প্রাথমিক ভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বলেন, ট্রান্সফরমারে আগুন ধরায় বেশ কিছু এলাকা ৩ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধউইকেটের সমালোচনা করায় কুমিল্লা শিবিরকে কারণ দর্শানোর নোটিশ
পরবর্তী নিবন্ধদেশ সেরা কুমিল্লার এসপি