ফিরোজ রশীদের বিরুদ্ধে দুদকের মামলা চলতে বাধা নেই

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি খারিজ হয়েছে। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। ফলে এই মামলার তদন্ত চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদক কৌঁসুলি।

গত বছরের ৫ এপ্রিল প্লট কেনায় অনিয়মের অভিযোগে দুদক ধানমন্ডি থানায় মামলাটি করে। এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ফিরোজ রশীদ হাইকোর্টে রিটটি করেন।

আদালতে কাজী ফিরোজ রশীদের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম।

দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। তিনি বলেন, প্লট কেনায় জালিয়াতির অভিযোগে দুদক মামলাটি করে। এর বৈধতা নিয়ে ফিরোজ রশীদের করা রিটটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তদন্ত চলতে আইনগত কোনো বাধা নেই।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে আফগান কূটনীতিককে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধমসজিদে গিয়ে ইসলাম সম্পর্কে জানলেন ব্রিটেনবাসী