ফাইনালে বার্সার প্রতিপক্ষ আলাভেস

পপুলার২৪নিউজ ডেস্ক:
সেল্তা ভিগোকে হারিয়ে দারুণ এক কীর্তি গড়েছে আলাভেস। ক্লাবের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো স্প্যানিশ কাপের ফাইনালে উঠেছে দলটি।

আগামী মে মাসে কোপা দেল রে নামে পরিচিত এই টুর্নামেন্টের ফাইনালে ক্লাবটির প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে টানা চতুর্থবারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছে লুইস এনরিকের দল।

বুধবার সেমি-ফাইনালে দ্বিতীয় লেগে নিজেদের মাঠে এদগার মেনদেসের গোলে সেল্তাকে হারায় আলাভেস। ৮২তম মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল ঠিকানায় পৌঁছে দেন স্পেনের এই মিডফিল্ডার। সেল্তার মাঠে প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

ফাইনালে প্রতিপক্ষ শক্তিশালী হলেও আলাভেসের অনুপ্রেরণার কমতি নেই। চলতি মৌসুমের শুরুর দিকে লা লিগায় কাম্প নউ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল তারা।

কোপা দেল রে ফাইনালের আগেই আলাভেসের সঙ্গে দেখা হচ্ছে বার্সেলোনার। আগামী শনিবার লিগে ম্যাচে আলাভেসের মাঠে মুখোমুখি হবে দুই দল।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে শিক্ষকের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধপ্রবাসীরা স্থানীয় সরকার পদে নির্বাচন করতে পারবেন:আইনমন্ত্রী