পরীক্ষায় নকলে সহযোগিতার অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

ভোলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
এসএসসি পরীক্ষা চলাকালে নকলে সহযোগিতার অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে ভোলায় এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত শিক্ষক হলেন ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের খালেদা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহে আলম।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার এসএসসি ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে ভেলুমিয়া ইউনিয়নের খালেদা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহে আলম বেলা সাড়ে ১১টার দিকে নলিনী দাস বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রসংলগ্ন একটি বাড়িতে পরীক্ষার্থীকে নকলে সহযোগিতা করেন। এ সময় তিনি ওই শিক্ষক শাহে আলমকে হাতেনাতে আটক করে দুই বছরের কারাদণ্ড দেন।

পূর্ববর্তী নিবন্ধওবামাকে লেখা চিঠিতে যা বললেন ৯/১১ হামলার ‘হোতা’
পরবর্তী নিবন্ধফাইনালে বার্সার প্রতিপক্ষ আলাভেস