ফরিদপুরে শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

 পপুলার২৪নিউজ ডেস্ক:

6শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ছয় দফা দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখা। এছাড়া একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মুজিব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। এ সময় দাবির সমর্থনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. হায়দার হোসেন,সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান,কে এস ইউসুফ আলী, খায়রুল আলম এনায়েত,আজাদ আবুল কালাম।

বক্তারা পুরো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষক-কর্মচারিদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ সরকারের প্রতি শিক্ষক সমিতির ন্যায় সঙ্গত মানবিক দাবি পূরণের জন্য আহ্বান জানান।

এর আগে ফরিদপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মরাকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধফখরুলসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১১ এপ্রিল