নিজস্ব প্রতিবেদক : মুমিনুল হকের ফর্মহীনতার কারণে আবারও টেস্ট দলের নেতৃত্বে ফিরেছেন সাকিব আল হাসান। কিন্তু অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তনের শুরুতেই ‘দলছুট’ বাঁহাতি অলরাউন্ডার। প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই টেস্টের সিরিজ। চার ভাগে দল বিভক্ত হয়ে ক্যারিবিয়ান দ্বীপে পা রাখলেও সাকিবকে এখনও পায়নি।
শ্রীলঙ্কা সিরিজ শেষে নবনিযুক্ত টেস্ট অধিনায়ক ছুটি কাটাতে আছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সরাসরি অ্যান্টিগায় যোগ দেবেন সাকিব। মুমিনুল-তামিমরা কয়েকদিন আগে এই দ্বীপে পৌঁছে গেছেন নিজেদের মানিয়ে নেওয়ার উদ্দেশ্যে।
শনিবার কুলিজ ক্রিকেট মাঠে বাংলাদেশ খেলবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে। এই ম্যাচে সাকিব খেলছেন না বলেই জানা গেছে। মানে প্রায় তিন বছর পর অধিনায়কত্বে ফিরে প্রস্তুতি ম্যাচ না খেলেই মূল লড়াইয়ে নেতৃত্ব দিবেন তিনি।
অথচ এই তিন দিনের প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব কিছুটা ঝালিয়ে নিতে পারতেন সাকিব। জানা গেছে, ১২ জুন দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
এদিকে বাংলাদেশ দল ফুরফুরে মেজাজে অ্যান্টিগায় কয়েকদিন কাটানোর পর ফিটনেস অনুশীলনে নেমে গেছে। এবার প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের পরখ করার পালা। কিন্তু সেখানে তারা পাচ্ছে না সাকিবকে।