এ দৃশ্য দেখার পর মা কষিয়ে একটা থাপ্পড় মারেন : ফারুক আহমেদ

বিনোদন ডেস্ক : ছোট পর্দার ব্যস্ত অভিনেতা ফারুক আহমেদ। চলতি বছরের শুরুতে মা রাজিয়া খানমকে হারান তিনি। ছোটবেলায় তার মা তাকে কষিয়ে একটি থাপ্পড় মেরেছিলেন। কিন্তু কেন মায়ের হাতে থাপ্পড় খেয়েছিলেন ফারুক? এ নিয়ে স্মৃতিচারণ করেছেন এই অভিনেতা।

এ ঘটনার কথা স্মরণ করে ফারুক ফিরে যান ছোটবেলায়। তিনি বলেন, ‘আমার বয়স তখন পাঁচ কিংবা ছয়। আমার বাড়ি হচ্ছে মানিকগঞ্জে। ঈদের সময়ে খালাখালুসহ যারা ঢাকায় থাকতাম তারা সবাই মিলে বাড়ি যেতাম। রাতেরবেলায় যাত্রা শুরু করতাম। কেবিন রিজার্ভ করা হতো; কেবিনের ফ্লোরে বিছানার ব্যবস্থা করতেন মা। সেখানে শুয়ে থাকতাম। কিন্তু ঘুমাতাম না, বলা যায় সারা রাত জেগে থাকতাম। কারণ বড়রা গল্প করতেন সেগুলো শুনতাম।’

ফারুক তার এক খালুর কথা উল্লেখ করে বলেন, ‘আমার এক খালু ছিলেন, তিনি এখন বেঁচে নেই। খালু সিগারেট খেতেন। রাত ২টার মতো বোধহয় বাজে, আলো আঁধারি রুম, পদ্মায় লঞ্চ চলছে। এমন সময় দেশলাইয়ের আলো জ্বলে। খালু দারুণ ভঙিমায় সিগারেট ধরাতেন। এটা দেখতে আমার ভালো লাগতো। সকালে গন্তব্যে পৌঁছানেরার পর আমরা আলাদা হয়ে যেতাম। খালা-খালুরা তাদের বাড়িতে আর আমরা চলে যেতাম আমাদের বাড়িতে।’

মা ও কন্যার সঙ্গে ফারুক আহমেদ

মায়ের হাতে থাপ্পড় খাওয়ার কারণ ব্যাখ্যা করে ফারুক বলেন—‘একদিন মনে হলো, আমিও এভাবে একটা সিগারেট খেয়ে দেখি তো! বয়স মাত্র ৬ বছর। কিন্তু সিগারেট পাবো কোথায়! পরে বুদ্ধি করে বের করি পাটখড়ি দিয়ে সিগারেট খাব। অনেক কষ্টে একটি দেশলাই জোগাড় করি। পাটখড়িটাকে সিগারেটের সাইজ বানিয়ে তাতে আগুন ধরিয়ে টানতে শুরু করি। টানতে বেশ ভালো লাগছিল। অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। এ অবস্থায় আমি আমার মায়ের কাছে গেলাম। মা তখন রান্না করছিলেন। সেখানে গিয়েও ভাব নিয়ে পাটখড়ির সিগারেটে টান দিয়ে মাকে বললাম, মা দেখো আমি সিগারেট খাই। এ দৃশ্য দেখার পর মা কষিয়ে একটা চড় মারেন।’

ফারুক ব্যক্তিগত জীবনে ধূমপায়ী নন; ছোটবেলার এ ঘটনার পর ওই অর্থে কখনো সিগারেট খাননি বলেও জানান ফারুক।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচে নেই সাকিব আল হাসান
পরবর্তী নিবন্ধজনগণের পকেট কেটে জনপ্রশাসনে সুবিধা দেওয়া হচ্ছে: মির্জা ফখরুল