পৌর মেয়র মিরুর জামিন আবেদনের আদেশ ৮ অক্টোবর

পপুলার২৪নিউজ ডেস্ক :

পৌর মেয়র হালিমুল হক মিরুর জামিন আবেদনের আদেশের জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। এ বিষয়ে শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি মিরুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন ও শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করার জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। সে সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী নুরুননাহার খাতুন বাদী হয়ে শাহাজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হকসহ ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় মামলা করেন। বর্তমানে মেয়র মিরু কারাগারে আছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান বিচারপতির সুস্থ্যতা কামনা করতে চাই : মওদুদ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ফানুস উড়াবে না বৌদ্ধরা