পুঁজিবাজারে বিনিয়োগকারীদের নতুন বছরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায়

পপুলার২৪নিউজ প্রতিবেদক: দেশের পুঁজিবাজার বিদায় বছর শেষ কার্যদিবস বৃহস্পতিবার চাঙ্গা ভাবে লেনদেন শেষ হয়েছে। তাই নতুন বছরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের। আজ নতুন বছরে প্রধম কার্যদিবসে লেনদেন শুরু হবে। এদিকে বাজার সংশ্লিষ্টরা মনে করেন, নতুন বছর চাঙ্গা হবে পুঁজিবাজার। তারা মনে করেন,
২০১০ সালের ধসের পর বাস্তবিক অর্থেই ২০১৭ ছিল পুঁজিবাজারের ঘুরে দাঁড়ানোর বছর। যদিও এর ভীত তৈরি হয়েছিল ২০১৬ সালে।একটু পরিসংখ্যানে চোখ বোলানো যাক। ২০১৬ সালের শুরুর তুলনায় শেষে এসে তালিকাভুক্ত দুই-তৃতীয়াংশ শেয়ারের বাজার দর বেড়েছিল। গড়ে প্রতিটি শেয়ারের দরবৃদ্ধির হার ছিল তিন শতাংশ। ২০১৭ সালেও সেই তালিকাভুক্ত দুই-তৃতীয়াংশ শেয়ারেরই বাজার দর বেড়েছে। তবে এবার সার্বিক শেয়ারদর বৃদ্ধির হার বেড়ে প্রায় আট শতাংশে উন্নীত হয়েছে। দর বৃদ্ধির কারণে বাজার সূচকেও বড় উত্থান দেখা গেছে এ বছর। ২০১৬ সালে বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৪৬০৪ পয়েন্ট দিয়ে যাত্রা শুরু করে। বছরের শেষে ৫০৩৬ পয়েন্টে দাঁড়ায় সূচক। ২০১৬ সালে বাজার সূচক বাড়ে ৪৩২ পয়েন্ট বা ৯ দশমিক ৩২ শতাংশ। সর্বশেষ গত বৃহস্পতিবার বছরের শেষ কার্যদিবসে সূচক দাঁড়িয়েছে ৬২৪৪ পয়েন্ট। এ বছর সূচকের প্রবৃদ্ধি ২৪ শতাংশ। শুধু শেয়ার দর বা সূচকই নয়, গড় লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ২০১৬ সালের ২৪১ কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারে সর্বমোট ১ লাখ ২৬ হাজার ৮৯২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। ওই বছর গড়ে ৫২৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ২০১৭ সালের ২৪৮ কার্যদিবসে দুই বাজারের লেনদেন ২ লাখ ৩১ হাজার ৭৭২ কোটি টাকা ছাড়িয়েছে। ২০১০ সালের অস্বাভাবিক উত্থানের বছরের মোট লেনদেনের হিসাব বিবেচনায় না নিলে এটাই দেশের শেয়ারবাজারে কোনো বছরের সর্বোচ্চ লেনদেন। শেষ হতে যাওয়া বছরে দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৯৩৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। এক বছরের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৭৮ শতাংশেরও বেশি।
লেনদেন, সূচকসহ সার্বিক ঊর্ধ্বমুখী ধারার কেন্দ্রে ছিল মূলত ব্যাংক খাত। এ খাতেই ভর করে বাজার ঘুরে দাঁড়ায়। পর্যালোচনায় দেখা গেছে, ২০১৭ সালে বড় খাতগুলোর মধ্যে ব্যাংক খাতের ৩০ কোম্পানির সার্বিক শেয়ার দর বেড়েছে গড়ে ৪৪ শতাংশ। বাজার মূলধনের দিক থেকে এ খাত সবচেয়ে বড় হওয়ায় সূচক বৃদ্ধিতেও এ খাতের অবদান ছিল সর্বাধিক। সার্বিক দর বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাত। এ খাতের ২৩ কোম্পানির সার্বিক শেয়ার দর বেড়েছে ২৯ শতাংশ। যেখানে প্রকৌশল খাতের শেয়ার দর বেড়েছে সোয়া ১২ শতাংশ, ওষুধ ও রসায়নের ২৮ কোম্পানির সাড়ে ১১ শতাংশ, বস্ত্র খাতের ৪৮ কোম্পানির ২ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১৮ কোম্পানির সোয়া ১৩ শতাংশ দর বেড়েছে। অন্য বড় খাতগুলোর সার্বিক শেয়ার দর বাড়লেও জ্বালানি ও বিদ্যুৎ খাতের জন্য এ বছরই ছিল খুবই খারাপ। কোম্পানির গড় শেয়ার দর কমেছে পৌনে ৫ শতাংশ।
আশার কথা হলো, পুঁজিবাজারে ক্রমেই বিদেশি বিনিয়োগ বাড়ছে। ২০১৭ সালে তারা প্রায় ১১ হাজার ৪৪৮ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা করেন। যা আগের বছরের তুলনায় ২ হাজার ৬৭৪ কোটি টাকা বেশি। এরমধ্যে ৬ হাজার ৫৭৬ কোটি টাকার শেয়ার কেনেন এবং বিক্রি করেন ৪ হাজার ৮৭১ কোটি টাকার শেয়ার। অর্থাৎ বিক্রির তুলনায় বিদেশিরা এ বছর ১ হাজার ৭০৫ কোটি টাকার শেয়ার বেশি কিনেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধআজ পর্দা উঠেছে ২৩তম বাণিজ্য মেলা
পরবর্তী নিবন্ধশিগগির ডিজিটাল জব পোর্টাল চালু করা হবে : প্রতিমন্ত্রী