পায়ুপথে ১০ স্বর্ণের বারসহ শাহজালালে আটক ১

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ।
মঙ্গলবার, ৩১ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
যার ওজন ১ কেজি ১৬৫ গ্রাম; বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। স্বর্ণসহ আটক জাহাঙ্গীর আলমের (২৭) বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার (এসি) এএইচএম আহসানুল কবীর এ তথ্য জানান।
তিনি জানান, জাহাঙ্গীর পেশায় একজন নাপিত। দুবাই থেকে আসা জাহাঙ্গীরকে সন্দেহ হলে ব্যাগ, শরীর তল্লাশি করে প্রথমে কিছুই পাওয়া যায় না। পরে এক্স-রে করাতেই বেরিয়ে আসে আসল কাহিনী। তার পায়ুপথে স্বর্ণ ধরা পড়ে। তারপর টয়লেটে নিয়ে ১০টি স্বর্ণের বার বের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব মিডিয়ায় বাংলাদেশের ‘শেকড়’ কন্যা
পরবর্তী নিবন্ধশিশুর থায়রয়েড হলে করণীয়