পাঠ্যপুস্তকে ত্রুটি নিয়ে কাল শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন

পপুলার২৪নিউজ ডেস্ক:
চলতি শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের ভুলত্রুটি নিয়ে সমালোচনার মধ্যেই সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার গণমাধ্যমে পাঠানে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বইয়ের ভুলক্রটি নিয়ে শিক্ষামন্ত্রী মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং করবেন।

প্রাথমিক ও মাধ্যমিকের কয়েকটি বইয়ের ভুলত্রুটি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এনিয়ে বইছে সমালোচনার ঝড়।

বিষয়টি খতিয়ে দেখতে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (অর্থ) অধ্যাপক কাজী আবুল কালামকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ভুলত্রুটি পর্যালোচনা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রথম শ্রেণীর বাংলা বইয়ে ‘অ’ দিয়ে বাক্য বানাতে একটি ছাগলের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘অজ (ছাগল) আসে’। ‘আ’ এর ক্ষেত্রে ‘আম’ শব্দ বানিয়ে লেখা হয়েছে ‘আম খাই’। কিন্তু ‘আম খাই’ বোঝাতে একটি আম গাছের নিচের অংশে দুই পা তুলে একটি ছাগলের দাঁড়িয়ে থাকায় ছবি দেয়া হয়েছে।

অপ্রচলিত শব্দ ‘অজ’ ব্যবহার ও ‘আম খাওয়া’ বোঝাতে ছাগলের ছবি নিয়ে সমালোচনা হচ্ছে।

তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে ‘আদর্শ ছেলে’ কবিতাটি বিকৃত করা হয়েছে।

এছাড়া প্রথম শ্রেণীর বাংলা বইতে ‘ও’ বর্ণ দিয়ে ‘ওড়না’ শেখানোর সমালোচনা করছে একটি পক্ষ। তাদের দাবি, ‘ওড়না’ শব্দটিতে ‘জেন্ডার বৈষম্য’ প্রকাশ পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতুরিনের গাড়িতে কিশোরের বাইকের ধাক্কা
পরবর্তী নিবন্ধমোবাইলে তালাকের খবর শুনে পুলিশ-পত্নীর আত্মহত্যা