পাকিস্তানে আদালতে আত্মঘাতী হামলায় নিহত ৭

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার-পাস্তুনে চারসাদা শহরের একটি আদালতে মঙ্গলবার আত্মঘাতী হামলায় এক আইনজীবীসহ কমপক্ষে ৭জন নিহত ও ২০জন আহত হয়েছেন।

চারসাদার ডিএসপি ফায়াজ খান সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, এ হামলার দায় তালেবানপন্থী জঙ্গি সংগঠন জামায়াতুল-আহরার স্বীকার করেছে। খবর আল-জাজিরা, রয়টার্স ও ডনের।

প্রাদেশিক গভর্নর সূত্র জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে এক আইনজীবীও ছিলেন। তবে এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাস্থলে তিনি ‘বহু’ মরদেহ পরে থাকতে দেখেছেন।

মোহাম্মদ শাহবাজ নামে শহরের বাসিন্দা রয়টার্সকে জানান, তিনি এ হামলার সময় ক্যান্টিনের ভিতর দিয়ে দৌড়ে দেয়াল টপকে পালিয়েছেন।

এভাবে না পালালে তারও একই পরিণতি হতো বলে তিনি আশংকা প্রকাশ করেন। তিনি আরও বলেন, প্রথমে আদালতের প্রধান ফটকে এসে তিন হামলাকারী গ্রেনেড ছুড়ে ভিতরে ঢুকার চেষ্টা করে।

এ সময় নিরাপত্তারক্ষীরা তাদের চ্যালেঞ্জ করলে তারা নির্বিচারে গুলি ছুড়তে ছুড়তে তাদের কোমরে বেঁধে রাখা বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ৭জনের মরদেহ উদ্ধার করেছে এবং ২০জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছেন।

সপ্তাহখানেক আগেও সিন্ধু প্রদেশের একটি সূফি মাজারে এ ধরনের আত্মঘাতী হামলায় শতাধিক লোক নিহত হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়া-বার্নিকাট বৈঠক বুধবার
পরবর্তী নিবন্ধভারতে ২ লাখ রুপির বেশি গয়না কিনলেই বাড়তি কর