নীলফামারীতে গ্রেফতার ২১

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
32নাশকতার চেষ্টার অভিযোগে নীলফামারীর জেলার ছয় উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের আট নেতাকর্মীসহ আদালতের ওয়ারেন্ডভুক্তসহ ২১ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতকর্মীরা হলেন- ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের মজিবর রহমানের ছেলে বাবুল ইসলাম (৩৮), আকবর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪২), ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর গ্রামের আব্দুল হালিম (৩৮), জলঢাকা উপজেলার শৈলমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া চেংমারী গ্রামের মোনায়েম হোসেন (৪০), দক্ষিণ দেশবাই গ্রামের গোলাম রাব্বানী (৪৫), একই গ্রামের শিবিরকর্মী মোনায়েরুল ইসলাম (২৫), সৈয়দপুর উপজেলা লক্ষণপুর গ্রামের জামায়াতকর্মী দেশারুতুল্লাহ (৫৫), একই এলাকার জয়নাল আবেদিন (৬০)।

ডিমলা থানা পুলিশ নাসিনি মামলায় পূর্ব ছাতনাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বদিউজ্জামানকে (৩৮) গেফতার করেছে। জামায়াত শিবিরের নেতাকর্মীদের নাশকতার চেষ্টার অভিযোগে ১৫১ ধারায় আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেনবলেন, নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থান থেকে রাতে অভিযান চালিয়ে আট জামায়াত-শিবিরকর্মীসহ ২১জনকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেয়ে হত্যার বিচার চেয়ে নিরাপত্তাহীনতায় মা
পরবর্তী নিবন্ধবাঁশের সাঁকোই ভরসা আট গ্রামবাসীর