নাসিরপুরে নিহত জঙ্গিদের লাশ নেবে না পরিবার

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
নাসিরপুরের জঙ্গি আস্তানায় নিহত চার শিশুসহ সাতজনের লাশ শনাক্ত করেছে জঙ্গি লোকমানের শ্বশুর বাড়ির লোকজন। কিন্তু তারা লাশগুলো নিতে অস্বীকৃতি জানিয়েছে।

সোমবার সকাল ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংরাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে লাশ শনাক্ত করার জন্য জঙ্গি লোকমানের স্ত্রী শিরিন আক্তারের বাবা আবু বক্কর, বোনের জামাই আনোয়ার হোসেন এবং ইউপি সদস্য মোফাজ্জল হোসেন মৌলভীবাজার আসেন। পরে তারা মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা লাশগুলো দেখে নিশ্চিত হন।

এ বিষয়ে দুপুর সোয়া ২টায় সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল।

তিনি জানান, জঙ্গিদের পরিচয় মিললেও পরিবার লাশগুলো নিতে রাজি হচ্ছে না। মানবিক দৃষ্টিকোণ থেকে শিশুদের লাশ নেয়ার অনুরোধ করলেও তারা নিতে রাজি হয়নি। কারণ ওই কলঙ্কময় স্মৃতি ধরে রাখতে চাননি তারা।

পুলিশ সুপার বলেন, দুটি আস্তানায় জঙ্গিদের কাছে বেশ কয়েকটি গ্রেনেড ও বিস্ফোরক ছিল। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এগুলো শনাক্ত করে।

তিনি আরও বলেন, বাড়ির মালিক সাইফুল ইসলামের সঙ্গে জঙ্গিদের কোনো সম্পৃক্ততা ছিল কি না বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

মৌলীভাবাজারের অন্য কোনো জায়গায় নতুন আর কোনো জঙ্গি আস্তানা আছে কিনা- এমন প্রশ্নে শাহ জালাল বলেন, ‘হুট করে কোনো জায়গায় অভিযান শুরু করা যায় না। আমরা দীর্ঘ দিন ধরে তথ্য, উপাত্ত সংগ্রহ করে ওই বড়হাট ও নাসিরপুরের আস্তানায় অভিযানে নামি। বর্তমানে কোনো জঙ্গি আস্তানার সন্ধ্যান আমাদের কাছে নেই। তবে আমরা বিভিন্ন বাসা বাড়ির তথ্য সংগ্রহ করছি।’

নাসিরপুরের ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে মৌলভীবাজারের বড়হাট ও নাসিরপুরে দুই জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশের সঙ্গে যোগ দেয় সোয়াত, র‌্যাব, ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিটিটিসিসহ অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী।

পরে বুধবার বিকালে ঢাকা থেকে আসা সোয়াত টিম প্রথমে নাসিপুরের আস্তানায় অভিযান ‘হিটব্যাক’ চালায়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ওই দিন অপারেশন সমাপ্ত করতে পারেনি তারা। পরদিন বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে সফল হয় সোয়াত।

অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নারী ও শিশুসহ সাতজন নিহত হন বলে দাবি করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধমেয়র আরিফুলকে বরখাস্তের আদেশ স্থগিত
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে হাওরের বাঁধ নির্মাণে দুনীতি: প্রতিবাদে মানববন্ধন