ধর্মপাশা-জয়শ্রী সড়ক উন্নয়নের ১৩ কোটি টাকা হাওরের জলে!

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ধর্মপাশা-জয়শ্রী সড়কের কাজ শুরু হওয়ায় স্বপ্ন দেখেছিলো হাওরবাসী। সেই উন্নয়নের স্বপ্ন গেলো হাওরের জলে। সুনামগঞ্জের হাওরপাড়ের জয়শ্রী, সুখাইড় রাজাপুর উত্তর ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নসহ তাহিরপুর, জামালগঞ্জ উপজেলার আশপাশের বিভিন্ন এলাকার কয়েক লাখ মানুষের সড়কের স্বপ্ন স্বপ্নই থেকে গেলো। সড়কের নির্মাণ কাজের বছর ঘুরতে না ঘুরতেই পরিণত হয়েছে মরণ ফাঁদে।
জানা যায়, ধর্মপাশা-জয়শ্রী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ২০০৭ সালে শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড নির্ধারিত সময়ের মধ্যে সিকিভাগ কাজও শেষ করতে পারেনি। পরে কার্যাদেশ বাতিলের পর মঞ্জুরুল আহসান এন্ড কোং নামে একটি প্রতিষ্ঠান ২০১০ সালের ২৯ ডিসেম্বর কাজ শুরু করে। ১৩ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৫.১ কিলোমিটার সড়কের কাজ পরের বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে অর্ধেক কাজও শেষ না করে কাগজেপত্রে কাজ শেষ হয়েছে দেখিয়ে বিলের পুরো টাকা উত্তোলন করা হয়। এলাকাবাসী হুসে উঠলে তড়িঘড়ি করে নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহার করে কিছুটা কাজ করা হয়। এ সড়কে চারটি ব্রীজ নির্মাণ করা হলেও ব্রীজের গোড়ার মাটি হাওরের জলে।

পূর্ববর্তী নিবন্ধরামগতিতে সাঁকো থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধসোফিয়াকে যৌনপল্লিতে নিয়ে যান স্বামী