দেশে ২৭২২ খাদ্য গুদাম আছে : খাদ্যমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশে মোট খাদ্য গুদামের সংখ্যা দুই হাজার ৭২২টি। এর মধ্যে দুই হাজার ৪৮৬টি গুদাম ব্যবহৃত হচ্ছে।

রোববার জাতীয় সংসদে আ খ ম জাহাঙ্গীর হোসাইনের (পটুয়াখালী-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২৩৬টি গুদাম অব্যবহৃত রয়েছে। পটুয়াখালীতে মোট ৪৯টি খাদ্য গুদাম আছে। যার মধ্যে ২৯টি ব্যবহৃত হচ্ছে।

কামরুল বলেন, অব্যবহৃত গুদামগুলো পুনর্নির্মাণ কাজ চলমান প্রক্রিয়া। বাজেটের আওতায় প্রতি অর্থবছরে গুদাম সংস্কার করা হয়ে থাকে। বিগত অর্থবছরে ৬২টি গুদাম সংস্কার করা হয়। এ ছাড়া চলতি বছরে সারাদেশে গুদাম সংস্কারের কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধঅক্টোবর পর্যন্ত বিদেশ গেছেন ৮ লাখ কর্মী: কর্মসংস্থান মন্ত্রী
পরবর্তী নিবন্ধ২ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী