‘দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৬৭ লাখ’

 পপুলার২৪নিউজ  প্রতিবেদক:

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেছেন, ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত দেশে সক্রিয় ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ৬৭ লাখ।
সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে আরো বলেন, জনগণের কাছে সূলভমূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত বহুমুখী পদক্ষেপের ফলে ইন্টারনেট ব্যান্ডউইথ-এর মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেটের মূল্য ১৮ হাজার টাকা থেকে ৬ ধাপে প্রায় ৯৫ শতাংশ কমিয়ে প্রতি মেগাবাইট মাসিক চার্জ সর্বোচ্চ ৯৬০ টাকা এবং নূন্যতম ৩৬০ টাকা ধার্য করা হয়েছে।
সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাক বিভাগের মোট পোস্ট অফিসের সংখ্যা ৯ হাজার ৮৮৬টি। ২০১০ সাল থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত পোস্ট অফিসের মাধ্যমে আয় হয়েছে ১ হাজার ৪৪৫ কোটি ৫৮ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ২ হাজার ৮৩২ কোটি ৫৬ লাখ টাকা।

পূর্ববর্তী নিবন্ধ‘সরকার পাটখাতের উন্নয়নের জন্য সর্বাত্মক উদ্যোগ নিয়েছে’
পরবর্তী নিবন্ধসরকারের শেয়ারের পরিমাণ কম হওয়ায় ইসলামী ব্যাংককে ঢেলে সাজানো সম্ভব হচ্ছে না: অর্থমন্ত্রী