দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ছুটি বাতিল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং অধীনস্ত সব সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সব ধরণের ছুটি বাতিল করেছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে রবিবার ছুটি বাতিল করে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তর ও সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকা জরুরি।

আরও বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এবং সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সরকারি ছুটিসহ সব ধরণের ছুটি বাতিল করা হল।

একই সঙ্গে এ সকল কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অফিস ত্যাগ না করারও অনুরোধ জানানো হয়েছে অফিস আদেশে।

পূর্ববর্তী নিবন্ধবায়তুল মোকাররম মার্কেটে ১৬ কেজি স্বর্ণ আটক
পরবর্তী নিবন্ধ‘যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে’