দিরাই রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

দিরাই বাসস্টেন্ড সড়ক হতে থানা পয়েন্ট পর্যন্ত রাস্তাটি সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটির পাকা অংশের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে একটু বৃষ্টি হলে গর্তগুলো পানি ভরাট হয়ে ক্ষুদ্র পুকুরে পরিণত হচ্ছে।
রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন দিরাই পৌরবাসী। তাছাড়া রাস্তাটি দিরাই শহরের প্রধান সড়ক হওয়ায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়ক সংস্কারের দাবিতে ররিবার সকাল ১০টায় দিরাই প্লাজার সামনে অবরোধ কর্মসূচী পালন করে ‘আমরা সচেতন দিরাইবাসী’ ব্যানারে স্থানীয়রা। এ সময় উপস্থিত ছিলেন, আহবায়ক সদস্য আব্দুল কাইয়ুম, কাজী নুরুল আজীজ, আব্দুল কাশেম চৌধুরী, দিরাই ডিগ্রী কলেজ প্রভাষক রফিকুল ইসলাম, মুজিবুর রহমান, সাংবাদিক ইমরান হোসেন, মাওলানা আব্দুল মোক্তাদির, সুমন মিয়া, লিপন হাসান চৌধুরী, রুকনুজ্জামান জহুরী, অ্যাভোকেট এমদাদ সর্দার, শামছুজ্জামান লিকছন, আব্দুল মুকিত, রুবেল চৌধুরী, শাহ আলম প্রমুখ।
অবরোধ চলাকালে দিরাই পৌর মেয়র মোঃ মোশাররফ মিয়া দিরাই থানা পয়েন্ট হতে দিরাই বাসস্টেন্ড পর্যন্ত রাস্তাটি মেরামত কার্যক্রম শুরুর আশ্বাস দিলে অবরোধকারীরা কর্মসূচী স্থগিত ঘোষনা করেন।

পূর্ববর্তী নিবন্ধভিত্তির উপর দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার
পরবর্তী নিবন্ধতাহিরপুরে পরিত্যক্ত ঘরে নারীর লাশ