তিন দিন রাজপথে থাকবে আ.লীগ: হাছান মাহমুদ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আগামী ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতা–কর্মীরা রাজপথে থাকবেন বলে জানিয়েছেন দলটির অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত ‘জঙ্গিবাদ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও শ্রমিক সমাজ’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।

হাছান মাহমুদ বলেন, ‘আগামী ৭, ৮, ৯, ফেব্রুয়ারি আমরা রাজপথে থাকব, যদি আবারও শ্রমজীবী মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করা হয়, হামলা করা হয়, সেই হামলা প্রতিহত শুধু নয়, হামলাকারীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।’

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা হবে। এ মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপির কমিটি জাম্বু জেট মার্কা। এত বড় কমিটির সভা দুই বছর পর হচ্ছে। তিনি বলেন, যারা পাঁচ তারকা হোটেলে সভা করে তারা জনগণের দল নয়।

প্রসঙ্গত, কাল শনিবার বিএনপির বর্তমান জাতীয় কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। এই কমিটির সদস্য ৫০২ জন। কমিটির বর্ধিত সভা হওয়ার কারণে এতে ‘পদাধিকার বলে সদস্যরা’ও অংশ নেবেন। ফলে কালকের বৈঠকে অংশ নেবেন প্রায় ৭০০ সদস্য।

হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে কোনো রাজনৈতিক দল পাঁচ তারকা হোটেলে মিটিং করে, এটি আমরা কল্পনাও করতে পারি না। বিএনপির জাম্বু জেট মার্কা কার্যনির্বাহী কমিটির প্রথম সভা হোটেল লা-মেরিডিয়ানে তিন বছর পর হতে যাচ্ছে । আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা প্রতি দুই মাসে একটি হয়। সুতরাং যারা রাজনৈতিক দলের সভা পাঁচ তারকা হোটেলে করে, এরা জনগণের প্রতিনিধিত্ব করে না, এরা জনগণের দল নয়, এরা লুটেরাদের দল, এরা শ্রমিকের দল নয়, শ্রমিকের রক্তচোষাদের দল।’

আয়োজক সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাড্ডায় ডেন্টাল ক্লিনিকে তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধদক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত