ঢাকায় সু চি’র বিশেষ দূত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
22রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি’র বিশেষ দূত খিউ তিন মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন।

বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন সফররত বিশেষ দূত।

এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

খিউ তিন মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যাকে বিশেষ দূত হিসাবে ঢাকায় পাঠিয়েছেন সু চি।

প্রসঙ্গত, পররাষ্ট্র সচিব শহিদুল হককে বিশেষ দূত হিসেবে মিয়ানমার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহিদুল হক তখন মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিতোতে সু চি’র সঙ্গে বৈঠক করেন।

গত বছরের ৯ অক্টোবর সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলায় মিয়ানমারের নয়জন ‘বর্ডার গার্ড পুলিশ’ (বিজিপি) নিহত হওয়ার জের ধরে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে অভিযান শুরু করে।

এই অভিযানে নির্বিচারে রোহিঙ্গাদের হত্যা, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও রোহিঙ্গা নারীদের ধর্ষণের অভিযোগ উঠে। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

পূর্ববর্তী নিবন্ধএনসিটিবি’র সেই আর্টিস্ট বরখাস্ত
পরবর্তী নিবন্ধবাণিজ্য মেলা ওয়ালটন প্যাভিলিয়নে পাঁচ শতাধিক মডেলের পণ্য