ড. কামাল অনুরোধ ফিরিয়ে দিয়েছেন তা সত্য নয় : মির্জা ফখরুল  

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মামলা লড়ার অনুরোধ ফিরিয়ে দিয়েছেন বলে যে সংবাদ প্রচার হয়েছে তা সত্য নয়, এটা পুরোপুরি মিথ্যা। ড. কামাল হোসেনের সঙ্গে খালেদা জিয়ার মামলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তিনি মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকররা এ বিষয়ে আমার বা কামাল হোসেনের সঙ্গে কথা বলার প্রয়োজনই মনে করেনি। এর মাধ্যমে শুধু বিএনপি নয় ড. কামাল হোসেনের মতো আইনজীবীকেও ছোট করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আমরা খালেদা জিয়ার মামলার বিষয়ে আইনি পরামর্শের জন্য ড. কামাল হোসেনের কাছে গেছি। সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা রায়ের একটা কপিও তাকে দিয়েছি। তিনি বলেছেন রায়ের কপি তিনি পড়বেন, পরে আমাদের পরামর্শ দেবেন বলে জানিয়েছেন।

 

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা বন্ধের নির্দেশনা চেয়ে ইসির কাছে দেয়া চিঠির বিষয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্য মামলায় আর প্রধানমন্ত্রী দেশ-বিদেশে সরকারি খরচে নৌকার প্রচারণা চালাচ্ছেন। তাই আমরা যৌক্তিক দাবি জানিয়েছি অবিলম্বে এটি বন্ধে পদক্ষেপ নিতে। তবে আমরা আশা করছি নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। আর যদি তারা সেটা না করে তাহলে আমরা আগে যে অভিযোগ করেছি নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে সেটাই প্রমাণিত হবে।

বিচার বিভাগ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া আইনজীবীদের ভুলে কারাগারে আছেন এ কথা বলে আইনমন্ত্রী প্রমাণ করেছেন খালদো জিয়াকে মিথ্য মামলায় সাজা দেয়া হচ্ছে। প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করে সরকার আবারও প্রমাণ করেছে বিচার বিভাগ সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। সরকারের নির্দেশের বাইরে কিছু চলছে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১১ জেলার বাস বন্ধ
পরবর্তী নিবন্ধখালেদাকে কারাগারে রেখে একতরফা ভোট করতে চায় সরকার: নজরুল