ডিপিডিটির ভ্যাট-ফি-চার্জ আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তি

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক লিমিটেডের অনলাইন সেবার মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) যাবতীয় ভ্যাট, ফি ও চার্জ আদায়েরে লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং ডিপিডিটির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর )ডিপিডিটি কার্যালয়ে সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান এবং ডিপিডিটির পক্ষে ডেপুটি রেজিস্ট্রার যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) আলেয়া খাতুন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিপিডিটির রেজিস্ট্রার অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তাফিজুর রহমান, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস, ডেপুটি জেনারেল ম্যানেজার আতিকুর রহমান এবং ডিপিডিটি ও ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারা।

 

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২০৭তম শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধঅক্টোবরে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন ৯৩ হাজার কোটি টাকা