টেকনাফে ৩৭০ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি :

টেকনাফে রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)’র সহযোগিতায় মানবিক সহযোগিতার কার্যক্রমের অংশ হিসেবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আজ সোমবার (১০ এপ্রিল ) সকাল থেকে প্রথম দফায় টেকনাফে ৩৭০ রোহিঙ্গা পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। তন্মধ্যে টেকনাফের লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২২৯ এবং হ্নীলা সুফিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ১৪১ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া আগামী ২০ এপ্রিল পর্যন্ত  ৩২০০ রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন রেডক্রিসেন্ট কর্মকর্তা।

বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে পরিবার প্রতি চাল ৫০ কেজি, ডাল ৪ কেজি, তেল ৪ লিটার, চিনি ৪ কেজি, লবণ ২ কেজি, সুজি ২ কেজি। ত্রাণসামগ্রী হাতে পেয়ে রোহিঙ্গারা সন্তুষ্টি প্রকাশ করেন এবং দাতা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজ সকালে এসব রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন (অএইচওডি) ব্যুরিষ্ট, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুষার আহমেদ, রেডক্রিসেন্ট সোসাইটির (এমআরআরও) কো-অর্ডিনেটর সেলিম আহমদ।

 

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনা কোচ বাউসা বরখাস্ত