টাঙ্গাইল-৬ আসনের আস্থার প্রতীক আহসানুল ইসলাম টিটু

পপুলার২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলার আসন গুলোর মধ্যে টাঙ্গাইল-৬ অত্যন্ত তাৎপর্যপূর্ন। দেলদুয়ার ও নাগরপুর থানার মোট ২০টি ইউনিয়ন নিয়ে টাঙ্গাইল-৬ আসন। গত ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছিলেন আহসানুল ইসলাম টিটু। তিনি স্বতন্ত্র প্রার্থী খন্দকার আব্দুল বাতেনের কাছে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। সর্বজনের মত মূলত বিএনপি নির্বাচন ছেড়ে দেওয়ার কারনে এমন ফলাফল হয়। পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে খন্দকার আব্দুল বাতেন আওয়ামীলীগের সাংসদ হিসাবে নির্বাচিত হন। সরেজমিনে ঘুরে দেখে জানা যায়, খন্দকার আব্দুল বাতেন সরকার দলীয় এমপি কিন্তু তিনি দুই উপজেলা আওয়ামীলীগের কোন নেতা কর্মীকে সরকারের কোন উন্নয়ন মুলক কর্মকান্ডে সম্পৃক্ত করছেন না। মুলত তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ ও তৃণমুল আওয়ামীলীগকে উপেক্ষা করে তার সকল কর্মকান্ড পরিচালনা করেন। তৃণমুল নেতা কর্মীদের সাথে আলাপকালে জানা যায় ২০০৮ সালের সরকার দলীয় মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটু তৃণমুল সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আগলে রেখেছেন এবং তাদের সময় অসময় পাশে থেকেছেন। টিটু দেশের প্রধান পুঁজি বাজার পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সাবেক প্রসিডেন্ট ছিলেন। তিনি বাংলাদেশের আর্থিক সেক্টরে তরুন প্রতিভাবানদের মধ্যে পরিচিত মুখ। আগামী ২০১৮ সালের নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকা টাঙ্গাইল-৬ আসনে সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। টাঙ্গাইল-৬ আসনের সাধারন জনগনের সাথে কথা বলে জানা যায় আহসানুল ইসলাম টিটু তরুন, ডায়ানামিক এবং ক্লিন ইমেজের। তারা মনে করেন- যেহেতু
মাননীয় নেত্রী ক্লিন ইমেজ ও তরুন প্রতিভাবানদের প্রাধান্য দিচ্ছেন সেহেতু জনাব টিটু একজন ক্লিন ইমেজের অধিকারী এবং পারিবারিকভাবে আওয়ামীলীগের প্রভাবশালী পরিবার। সেক্ষেত্রে জনাব টিটু- হবে আওয়ামীলীগের উপযুক্ত মনোনীত প্রার্থী। টিটুর পিতা হাজী মকবুল হোসেন সাবেক সংসদ সদস্য এবং বর্তমান আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং মাতা গোলাম ফাতেমা তাহেরা খানম মোনা বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের প্রভাবশালী নেত্রী। তার মামা মৃত গোলাম মোহাম্মদ খান তারেক নাগপুর আওয়ামীলীগের প্রবাদ পুরুষ।

পূর্ববর্তী নিবন্ধতাঁরা আমাদের গর্ব, অনুপ্রেরণা
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনেও মানুষ নৌকাতে ভোট দেবে:প্রধানমন্ত্রী